Friday, October 24, 2014

কলেজ / ইউনিভারসিটি / জব এর জন্য সিম্পল আই মেকাপ টিউটোরিয়াল

হাই বিউটি গার্লস,

নিশ্চই সাজুগুজু নিয়ে ভাল সময় কাটছে।
অনেকদিন পর ব্লগে এলাম তোমাদের জন্যে একটি আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে।
এটা একটি সিম্পল আই মেকাপ। এটা হতে পারে তোমাদের প্রতিদিনকার স্কুল, কলেজ বা জব এর মেকাপ। খুব সহজে এবং অল্প সময়ে করে ফেলা যায়। তো চল শুরু করা যাক।



১. প্রথমে একটি আই প্রাইমার নিয়ে পুরো চোখের পাতায় লাগিয়ে নিতে হবে।

২. এবার একটি রেড-ব্রাউন শ্যাডো নিয়ে চোখের ক্রিজ এরিয়াতে লাগিয়ে নিতে হবে।

৩. একটি লাইট ব্যানানা শেড নিয়ে পুরো চোখের লিডে লাগিয়ে নিতে হবে।আমি এখানে যেটা ব্যবহার করেছি, সেটার কালার টা তোমরা ভালোভাবে হয়ত বুঝতে পারছনা।সে জন্য সরি। আর আমার আইশ্যাডোটা হচ্ছে হাল্কা শীমারি।কিন্তু এই মেকাপ গরমকালে করলে অবশ্যই ম্যাট শ্যাডো ব্যবহার করবে।

৪. এবার একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কালার গুলো ব্লেন্ড করে নিতে হবে যাতে কালার গুলোর মধ্যে কোনো আলাদা লাইন বোঝা না যায়।



৫. একটি কালো রং এর কাজল নিয়ে চোখের উপরে এবং নিচের পাতার ওয়াটার লাইনে লাগিয়ে নিতে হবে।

৬. নিচের পাতার লাইনের কাজল চোখের মাঝখান থেকে আউটার কর্নার পর‍্যন্ত একটু স্মাজ করে নিতে হবে।

৭. ব্রো বোনে এবং চোখের ইনার কর্নারে ভ্যানিলা কালারের হাইলাইটার লাগিয়ে নিতে হবে।

৮. চোখের উপরে ও নিচের আইল্যাশে মাশকারা লাগিয়ে নিলেই সাজ কমপ্লিট।


যে প্রডাক্ট গুলো আমি ব্যবহার করেছি,,,,,
1.mua eye primer
2.bh cosmetics 120 palette 2nd edition for red-brown.
3. eye ice 11 color palette for light banana.
4. jordana black kajal.
5.pearl fashion mascara.
6.eye ice eyeshadow for highlighter.

LIP,,:::
jordana lipstick shade 38.k

Friday, October 3, 2014

টোনারের উপকারিতা এবং আয়ুর টোনার ( রিভিউ )

২/১ বছর আগেও আমার স্কিন কেয়ার রুটিনে টোনার ছিল না।কিন্তু যেদিন থেকে টোনার ব্যাবহার করা শুরু করেছি সেদিন থেকে স্কিন এর তফাৎ বুঝতে পেরেছি।আজ আমি তোমাদের টোনার নিয়ে কিছু বলতে চাচ্ছি।

টোনার কি?: স্কিন কেয়ার রুটিন এর মধ্য টোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করার পরও মুখে তেল,ময়লা থেকে যায়।যা থেকে হতে পারে ব্রন,ব্লাকহেডস ইত্যাদি। টোনার এই সব তেল,ময়লা পরিষ্কার করে।স্কিন টোনিং করার পর তুলোতে ময়লা,তেল উঠে আসে।



আমি সবসময় আয়ুর ব্রান্ড এর টোনার ব্যবহার করি।
নরমাল/ড্রাই স্কিনের জন্য আছে নরমাল টোনার। যাতে Alcohol নেই। আর থাকলেও খুব ঈ অল্প।
অয়েলি স্কিনের জন্য রয়েছে Astringent টোনার। এতে অনেক পরিমানে Alcohol থাকে।যা স্কিনের অতিরিক্ত তেল শুষে নেয়। স্কিনের ধরন অনুযায়ী টোনার বাছাই করা উচিত।




ব্যবহারবিধি : ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর তুলোয় টোনার লাগিয়ে নিয়ে পুরো মুখে আস্তে আস্তে বুলিয়ে নিতে হবে।কখনও টোনার ঘষে ঘষে লাগাবেন না।টোনার শুকানোর পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন।

আয়ুর টোনার স্কিনের জন্য কেমন?: আয়ুর স্কিন টোনার একটি pH bananced হারবাল প্রডাক্ট। সব রকম স্কিনের জন্য আলাদা টোনার। এতে আছে আলোভেরা,রোজ ওয়াটার & ন্যাচারাল ময়শ্চারাইজার।স্কিন পোরের আকার কমিয়ে স্কিন টানটান করে তোলে।স্কিনটা ফ্রেশ দেখতে লাগে।

মূল্য: ১০০ ml. এর দাম ২৬০-২৮০ টাকা।

আলমাস, সপ্ন ইত্যাদি ছাড়াও বিভিন্ন সুপার শপ/বিউটি শপ এ পাবেন।

আজ এটুকু ই।পরবর্তী ব্লগ এ কথা হবে।
ভালো থাকবেন।k

Tuesday, September 30, 2014

Clean & Clear fairness cream Review


hello everyone,
i hope you r fine.

Today I am going to write my
favourite product review on ‘Clean
& Clear Clear Fairness cream’,
it is an Indian product.


Product Description:
The content of cheery
extracts instantly gives
pinkish fairness and
brightens to the skin
and stays 3x longer.
It’s a unique PureRice
oil control system which
controls facial oil.
It also contains UV
filters.

Usage Directions:
Apply evenly after washing
face, just like any other face
cream. For best result, wash
your face with Clean and
CLEAR face wash.

Price: 270 taka only.

My Experience with Clean &
Clear Clear Fairness Cream:



Packaging: The cream comes in
a light pink colored tube. The
transparent flip-top cap shuts
tightly which makes it easy to
use, travel friendly and also
reduces wastage.


Colour, Consistency and
Fragrance: The cream is white
in colour, light weighted and
has pleasant mild fragrance.
There is nothing to worry if
you have a sensitive nose.




How it works: I have been
using this product for the last 2 months. It gets
easily absorbed, leaves no
greasiness and stickiness and
also controls the oiliness up to
4-5 hours (use twice after
cleansing face to remain oil
free throughout the day). It
gives pinkish fairness
instantly.

Pros:
Easily available
everywhere
Contains UV filters
Gives a matte finish to
the skin and controls
oiliness throughout the
day if it is used twice.
Easy to carry and
attractive packing.
Non-sticky and non greasy; hence this cream
would do as a good day
cream from oily skins.


it is a good product.u can buy it.

Saturday, September 27, 2014

lacme cc cream (review & swatch)

হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা?নিশ্চই ভালো।

আজ আমি তোমাদের সাথে এক্টা বিউটি প্রডাক্ট এর Review & swatch নিয়ে কথা বলবো।

Lacme cc cream এর নাম তোমরা হয়ত শুনেছ / অনেকে কিনেও ফেলেছ।কিন্তু যারা কেননি/কিনবে ভাবছ তাদের জন্য এই পোস্ট। তাছাড়া আমার এক্সপেরিয়েন্সও তোমাদের বলব এই পোস্ট এ।




Lacme cc cream প্রতিদিন ব্যবহার এর জন্য।যারা প্রতিদিন বাইরে থাক/জব/স্টুডেন্ট তাদের জন্য খুব ঈ ভাল।সবাই তো আর প্রতিদিন মেকআপ করার সময় পায় না/করতে চায় না।তারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবে।কারন, এতে ডেইলি ময়শ্চারাইজার এর সাথে আছে মেকআপ এর ছোয়া।স্কিন টা কে তুলনামূলক ভাবে অনেক ব্রাইট দেখাবে।কিন্তু মেকআপ এর মত অত ভারী ও লাগবে না বরং ফ্রেশ লাগবে এবং দেখাবে।মাত্র কয়েক মিনিটেই পারফেক্ট লুক পাওয়া যায়।
শুধু এই ঈ না।এতে আরো থাকছে সান প্রটেকশন SPF 20, কন্সিলার (যা দাগ লুকাতে সাহায্য করবে)।



এটা ২টা শেড এ পাওয়া যায়।
1. Beige (for a fair to wheatish complexion)
2. Bronze.(for a dusky complexion)



 আমার এক্সপেরিয়েন্স: আমি মনে করি Lacme cc cream এক্টা দারুন প্রসাধনী। আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। এটা ক্রিম ফরমুলা এবং ব্লেন্ড করা যায় সহজেই।আমার যেহেতু ওয়েলি স্কিন।তাই আমি এটাকে ল্যাকমি পারফেক্ট রেডিয়ান্স পাউডার দিয়ে সেট করে নিই।কিন্তু ড্রাই /কম্বিনেশন স্কিনের জন্য এটা না করলে ও চলে। আমি ব্রোঞ্জ শেডটা ব্যবহার করি।সবমিলিয়ে আমি বলতে পারি এটা খুব ঈ ভাল প্রডাক্ট।
তো যারা কিনবে ভাবছ তাদের বলবো কিনে ফেলতে পারো।আশা করি ভালো লাগবে।
আজ এইটুকু ঈ।আগামী পোস্ট এ কথা হবে।ভালো থেকো সবাই।স

Thursday, September 25, 2014

Jordana lipstick (orange & radiant red) review & swatch

কেমন আছ সবাই???আশা করি ভাল আছ???



আজ আমি এমন এক্টা প্রসাধনী নিয়ে কথা বলব, যেটা ছাড়া সাজ সম্পূর্ণ হয় না।
হ্যা, তোমরা ঠিক ঈ ধরেছ।আমি লিপস্টিক এর কথা ঈ বলছি।
আসলে ঠিক ঈ। লিপ্সস্টিক ছাড়া আমরা সাজগোজ ভাবতে ঈ পারি না।


আজ আমি তোমাদের জন্য ২ টা লিপস্টিক এর REVIEW & SWATCH নিয়ে এসেছি।এগুলো জর্দানা ব্রান্ড এর লিপস্টিক। এগুলো দামে আর মানে দুটোতেই টেক্কা দিতে পারে।
আজ আমি আলোচনা করব আমার প্রিয় দুটি কালার নিয়ে। সেগুলো হচ্ছে,
1. orange
2.radiant red.


orange : প্রথমেই আসছি অরেঞ্জ এ।এটা গরমকালের জন্য খুব ভাল।আমি প্রায়ই এটা ব্যাবহার করি।এটার শেড হচ্ছে- ৩৭। এটার রং টা দারুন।পিগমেন্টেশনও নাইস।অনেকক্ষন লাস্টিং করে।তবে লিপ প্রাইমার দিয়ে নিলে ভাল হয়।দামটাও হাতের নাগালে।মাত্র ১৪০-১৫০ টাকা।ট্রাই করে দেখতে পার তোমরা।



 Rediant red : এই কালার টা পার্টি মেকাপ এর সাথে ভাল যায়।কালার টা আমি পারসনাললি খুব লাইক করি।এটার শেড হল ১০৫। দাম টা ১৪০-১৫০ এর মধ্যে।

আজ এইটুকু ই।আবার কথা হবে।পরবর্তী কোনো পোস্ট এ।ভাল থেকো সবাই।সাথে থেকো।

Monday, September 22, 2014

Benefit of sunscreen/sunblock.



হাই, কেমন আছেন সবাই??

একবার
ভাবুন তো, এত যত্ন নেয়া হয়
যে ত্বকের, সূর্যের ক্ষতিকর রশ্মির
প্রভাবে সেটা যদি পুড়ে যায়,
কালো হয়ে যায় কিংবা বয়স আসার
আগেই বয়সের ছাপ ফেলে দেয়,
তবে কেমন হবে? শুধু কি তাই?
শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার
এর মত জটিল রোগ-ও। সেজন্য আমাদের
একটু সচেতন হতে হবে। সূর্যরশ্মির
ক্ষতিকর প্রভাব
থেকে রক্ষা করতে হবে আমাদের
ত্বক।


নিজেকেসাজাতে আমরা তোঅনেক
প্রসাধনী-ই ব্যবহার করে থাকি, আজ
কথা বলবো ত্বককে সুরক্ষিত রাখার
প্রসাধনী নিয়ে। আর
সেটা হলো সানব্লক বা সানস্ক্রিন।
সানব্লক ও সানস্ক্রিন
শুনে মনে হতে পারে দুটো একই
জিনিস। কিন্তু আসলে ছোট্ট একটু
পার্থক্য আছে। যদিও কাজ একই কিন্তু
কাজ করার পদ্ধতি আলাদা।
সানস্ক্রিন ত্বকের উপর প্রলেপ
তৈরি করে, এ
কারণে অতি বেগুনী রশ্মি ত্বকের
গভীরে যেতে পারে না। সানব্লক
সূর্যরশ্মি প্রতিফলিত করে,
ফলে রশ্মি ত্বক পর্যন্ত
যেতে পারে না।


SPF কিঃ
এটা হল সান প্রোটেকশন ফ্যাক্টর।
সানব্লক বা সানস্ক্রিন
মেখে আপনি কতক্ষণ সূর্যের
আলো থেকে সুরক্ষিত থাকবেন, তার
হিসাব SPF থেকে পাওয়া যায়।
আসুন SPF-১৫বলতে আসলে কী বোঝায়
সেটা বোঝার চেষ্টা করিঃ
ধরুন সাধারন ভাবে মানে কোন
সানব্ল্রক বা ক্রিম
ছাড়া রোদে গেলে যদি ১০ মিনিট
পর থেকে আপনার সানবার্ণ শুরু
হয়ে যায়। এখন যদি SPF-15 সানস্ক্রিন
মেখে রোদে যান তাহলে আপনার
স্কিন বার্ণ হবে ১৫০ মিনিট
পরথেকে। অনুরূপ ভাবে SPF-30
দিয়ে রোদে গেলে 30×10=300
মিনিট পর থেকে সান বার্ণ শুরু হবে।


আমি প্রতিদিন লেডি ডায়না সানব্লক ইউস করি।এটা আমাকে খুব ভালো প্রটেকশন দেয়। এটা এসপিএফ ৪০. এটা ইউস করার পর থেকে আমার স্কিন Tan হয় না।
এছাড়া বাজারে নানা ব্রান্ড এর sunscreen পাওয়া যায়।এদের মধ্যে দামে কম এবং মানে ভালো বলে আমার মনে হয় ::--
১. গার্নিয়ার
২. লেডি ডায়না
৩. লাকমি
৪.লোটাস
এছাড়াও ওলে, নিভিয়া, জনসন, Veni cream, লরিয়াল এগুলো একটু বেশি দামের মধ্যে অনেক ভালো।
কেনার সময় ত্বকের ধরণ বুঝে লোশন
বা ক্রিম কিনুন। মেয়াদ
আছে কিনা দেখে কিনুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ SPF ৩০ বা এর
চেয়ে বেশি কিনুন। এর কম কিনলে খুব
একটা লাভ হবে না।


ব্যবহারবিধিঃ
শীত, গ্রীষ্ম, বর্ষা-সব ঋতুতেই সানব্লক
বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন
যেহেতু অনেক গরম প্রয়োজনটা যেন
একটু বেশি-ই। প্রখর সূর্যালোক
আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। বিশেষ
করে সকাল ৯টা থেকে বিকাল
৪টা পর্যন্ত। আকাশ মেঘলা থাকলেও
প্রতিদিন বাইরে যাওয়ার
আগে ব্যবহার করতে হবে।
বাইরে যাওয়ার অন্তত ২০ মিনিট
আগে ত্বকের খোলা অংশে, বিশেষ
করে হাত, পা, মুখমণ্ডল, গলা,
ঘাড়ে লাগিয়ে নিন। ঠোঁটেও
সানস্ক্রিন লিপবাম লাগিয়ে নিন।
অনেক্ষণ বাইরে থাকতে হলে ২/৩
ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করুন। মেক আপ
করতে চাইলে আগে সানব্লক
লাগিয়ে নিন, তার ২০ মিনিট পর
মেক আপ বা অন্য প্রসাধনী ব্যবহার
করুন।


Lady daina sunblock..

আজ এইটুকুই। ভালো থাকবেন।

Saturday, September 20, 2014

vibrant eye look with fun colour.

  1.  .
Hello eveveryone.how Are you?? Asa korsi sobai valo acho.i am a new blogger. Eta amr 1st beauty post.aj ami tomader jonno amon akta eye look creat korechi jeta khuv e colourful.photo te color gula valovabe fute na uthleo tomra jokhon tutorial ta korbe tokhon bujhte parbe.eta akta vibrant look with fun colours.eta summer er jonno khuv valo.to cholo suru kora jak.asa kori always sathe thakbe .






১.প্রথমে একটা প্রাইমার নিয়ে পুরো চোখের পাতায় বেইজ করে নিতে হবে। 





২.এরপর একটা পিঙ্ক কালার এর শ্যাডো নিয়ে চোখের পাতার লিড এ লাগিয়ে নিতে হবে।




৩.একটা অ্যাশ কালার এর শ্যাডো নিয়ে ক্রিজ থেকে আউটার কর্নার এর দিকে লাগিয়ে নিতে হবে। ব্লেন্ডিং ব্রাশ এর সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে।



৪.এবার একটি ব্লু কালার এর শ্যাডো আউটার কর্নার এ লাগিয়ে নিয়ে বাকি কালার গুলোর সাথে ব্লেন্ড করে নিতে হবে।




৫.এরপর চোখের নিচে ছবির মতো করে ব্লু কালার এর শ্যাডো লাগিয়ে নিতে হবে।




৬.একটি ম্যাট লাইট গোল্ডেন কালার শ্যাডো নিয়ে ব্রো বোন হাইলাইট করে নিতে হবে।



৭.চোখের উপরের পাতায় আই লাইনার, নিচের পাতার ওয়াটার লাইন এ সাদা কাজল পরে নিতে হবে। আই ল্যাশ এ মাসকারা লাগিয়ে সাজ শেষ করতে হবে।


Je products gulo ami use korechi::---

1.maybelline dream nude mousse.
2.jackelin concealer.
3.lakme perfect radiance.
4.mac paint point eye primer.
5.jc nadia 78 eye shadow & blush palette.
6.la femmi eye liner
7.jackelin white kajal.
8.pearl fashon mascara.

Friday, September 19, 2014