Thursday, September 25, 2014

Jordana lipstick (orange & radiant red) review & swatch

কেমন আছ সবাই???আশা করি ভাল আছ???



আজ আমি এমন এক্টা প্রসাধনী নিয়ে কথা বলব, যেটা ছাড়া সাজ সম্পূর্ণ হয় না।
হ্যা, তোমরা ঠিক ঈ ধরেছ।আমি লিপস্টিক এর কথা ঈ বলছি।
আসলে ঠিক ঈ। লিপ্সস্টিক ছাড়া আমরা সাজগোজ ভাবতে ঈ পারি না।


আজ আমি তোমাদের জন্য ২ টা লিপস্টিক এর REVIEW & SWATCH নিয়ে এসেছি।এগুলো জর্দানা ব্রান্ড এর লিপস্টিক। এগুলো দামে আর মানে দুটোতেই টেক্কা দিতে পারে।
আজ আমি আলোচনা করব আমার প্রিয় দুটি কালার নিয়ে। সেগুলো হচ্ছে,
1. orange
2.radiant red.


orange : প্রথমেই আসছি অরেঞ্জ এ।এটা গরমকালের জন্য খুব ভাল।আমি প্রায়ই এটা ব্যাবহার করি।এটার শেড হচ্ছে- ৩৭। এটার রং টা দারুন।পিগমেন্টেশনও নাইস।অনেকক্ষন লাস্টিং করে।তবে লিপ প্রাইমার দিয়ে নিলে ভাল হয়।দামটাও হাতের নাগালে।মাত্র ১৪০-১৫০ টাকা।ট্রাই করে দেখতে পার তোমরা।



 Rediant red : এই কালার টা পার্টি মেকাপ এর সাথে ভাল যায়।কালার টা আমি পারসনাললি খুব লাইক করি।এটার শেড হল ১০৫। দাম টা ১৪০-১৫০ এর মধ্যে।

আজ এইটুকু ই।আবার কথা হবে।পরবর্তী কোনো পোস্ট এ।ভাল থেকো সবাই।সাথে থেকো।

No comments:

Post a Comment