Friday, October 3, 2014

টোনারের উপকারিতা এবং আয়ুর টোনার ( রিভিউ )

২/১ বছর আগেও আমার স্কিন কেয়ার রুটিনে টোনার ছিল না।কিন্তু যেদিন থেকে টোনার ব্যাবহার করা শুরু করেছি সেদিন থেকে স্কিন এর তফাৎ বুঝতে পেরেছি।আজ আমি তোমাদের টোনার নিয়ে কিছু বলতে চাচ্ছি।

টোনার কি?: স্কিন কেয়ার রুটিন এর মধ্য টোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করার পরও মুখে তেল,ময়লা থেকে যায়।যা থেকে হতে পারে ব্রন,ব্লাকহেডস ইত্যাদি। টোনার এই সব তেল,ময়লা পরিষ্কার করে।স্কিন টোনিং করার পর তুলোতে ময়লা,তেল উঠে আসে।



আমি সবসময় আয়ুর ব্রান্ড এর টোনার ব্যবহার করি।
নরমাল/ড্রাই স্কিনের জন্য আছে নরমাল টোনার। যাতে Alcohol নেই। আর থাকলেও খুব ঈ অল্প।
অয়েলি স্কিনের জন্য রয়েছে Astringent টোনার। এতে অনেক পরিমানে Alcohol থাকে।যা স্কিনের অতিরিক্ত তেল শুষে নেয়। স্কিনের ধরন অনুযায়ী টোনার বাছাই করা উচিত।




ব্যবহারবিধি : ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর তুলোয় টোনার লাগিয়ে নিয়ে পুরো মুখে আস্তে আস্তে বুলিয়ে নিতে হবে।কখনও টোনার ঘষে ঘষে লাগাবেন না।টোনার শুকানোর পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন।

আয়ুর টোনার স্কিনের জন্য কেমন?: আয়ুর স্কিন টোনার একটি pH bananced হারবাল প্রডাক্ট। সব রকম স্কিনের জন্য আলাদা টোনার। এতে আছে আলোভেরা,রোজ ওয়াটার & ন্যাচারাল ময়শ্চারাইজার।স্কিন পোরের আকার কমিয়ে স্কিন টানটান করে তোলে।স্কিনটা ফ্রেশ দেখতে লাগে।

মূল্য: ১০০ ml. এর দাম ২৬০-২৮০ টাকা।

আলমাস, সপ্ন ইত্যাদি ছাড়াও বিভিন্ন সুপার শপ/বিউটি শপ এ পাবেন।

আজ এটুকু ই।পরবর্তী ব্লগ এ কথা হবে।
ভালো থাকবেন।k

1 comment:

  1. Casinos Near Harrah's Casino And D'Ivoire - MapyRO
    Find your nearest 용인 출장마사지 casinos and 광주 출장샵 other gaming 계룡 출장마사지 options near Harrah's Casino And D'Ivoire, 청주 출장샵 IN. 강원도 출장샵

    ReplyDelete