হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা?নিশ্চই ভালো।
আজ আমি তোমাদের সাথে এক্টা বিউটি প্রডাক্ট এর Review & swatch নিয়ে কথা বলবো।
Lacme cc cream এর নাম তোমরা হয়ত শুনেছ / অনেকে কিনেও ফেলেছ।কিন্তু যারা কেননি/কিনবে ভাবছ তাদের জন্য এই পোস্ট। তাছাড়া আমার এক্সপেরিয়েন্সও তোমাদের বলব এই পোস্ট এ।
Lacme cc cream প্রতিদিন ব্যবহার এর জন্য।যারা প্রতিদিন বাইরে থাক/জব/স্টুডেন্ট তাদের জন্য খুব ঈ ভাল।সবাই তো আর প্রতিদিন মেকআপ করার সময় পায় না/করতে চায় না।তারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবে।কারন, এতে ডেইলি ময়শ্চারাইজার এর সাথে আছে মেকআপ এর ছোয়া।স্কিন টা কে তুলনামূলক ভাবে অনেক ব্রাইট দেখাবে।কিন্তু মেকআপ এর মত অত ভারী ও লাগবে না বরং ফ্রেশ লাগবে এবং দেখাবে।মাত্র কয়েক মিনিটেই পারফেক্ট লুক পাওয়া যায়।
শুধু এই ঈ না।এতে আরো থাকছে সান প্রটেকশন SPF 20, কন্সিলার (যা দাগ লুকাতে সাহায্য করবে)।
এটা ২টা শেড এ পাওয়া যায়।
1. Beige (for a fair to wheatish complexion)
2. Bronze.(for a dusky complexion)
আমার এক্সপেরিয়েন্স: আমি মনে করি Lacme cc cream এক্টা দারুন প্রসাধনী। আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। এটা ক্রিম ফরমুলা এবং ব্লেন্ড করা যায় সহজেই।আমার যেহেতু ওয়েলি স্কিন।তাই আমি এটাকে ল্যাকমি পারফেক্ট রেডিয়ান্স পাউডার দিয়ে সেট করে নিই।কিন্তু ড্রাই /কম্বিনেশন স্কিনের জন্য এটা না করলে ও চলে। আমি ব্রোঞ্জ শেডটা ব্যবহার করি।সবমিলিয়ে আমি বলতে পারি এটা খুব ঈ ভাল প্রডাক্ট।
তো যারা কিনবে ভাবছ তাদের বলবো কিনে ফেলতে পারো।আশা করি ভালো লাগবে।
আজ এইটুকু ঈ।আগামী পোস্ট এ কথা হবে।ভালো থেকো সবাই।স
No comments:
Post a Comment