Friday, October 24, 2014

কলেজ / ইউনিভারসিটি / জব এর জন্য সিম্পল আই মেকাপ টিউটোরিয়াল

হাই বিউটি গার্লস,

নিশ্চই সাজুগুজু নিয়ে ভাল সময় কাটছে।
অনেকদিন পর ব্লগে এলাম তোমাদের জন্যে একটি আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে।
এটা একটি সিম্পল আই মেকাপ। এটা হতে পারে তোমাদের প্রতিদিনকার স্কুল, কলেজ বা জব এর মেকাপ। খুব সহজে এবং অল্প সময়ে করে ফেলা যায়। তো চল শুরু করা যাক।



১. প্রথমে একটি আই প্রাইমার নিয়ে পুরো চোখের পাতায় লাগিয়ে নিতে হবে।

২. এবার একটি রেড-ব্রাউন শ্যাডো নিয়ে চোখের ক্রিজ এরিয়াতে লাগিয়ে নিতে হবে।

৩. একটি লাইট ব্যানানা শেড নিয়ে পুরো চোখের লিডে লাগিয়ে নিতে হবে।আমি এখানে যেটা ব্যবহার করেছি, সেটার কালার টা তোমরা ভালোভাবে হয়ত বুঝতে পারছনা।সে জন্য সরি। আর আমার আইশ্যাডোটা হচ্ছে হাল্কা শীমারি।কিন্তু এই মেকাপ গরমকালে করলে অবশ্যই ম্যাট শ্যাডো ব্যবহার করবে।

৪. এবার একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কালার গুলো ব্লেন্ড করে নিতে হবে যাতে কালার গুলোর মধ্যে কোনো আলাদা লাইন বোঝা না যায়।



৫. একটি কালো রং এর কাজল নিয়ে চোখের উপরে এবং নিচের পাতার ওয়াটার লাইনে লাগিয়ে নিতে হবে।

৬. নিচের পাতার লাইনের কাজল চোখের মাঝখান থেকে আউটার কর্নার পর‍্যন্ত একটু স্মাজ করে নিতে হবে।

৭. ব্রো বোনে এবং চোখের ইনার কর্নারে ভ্যানিলা কালারের হাইলাইটার লাগিয়ে নিতে হবে।

৮. চোখের উপরে ও নিচের আইল্যাশে মাশকারা লাগিয়ে নিলেই সাজ কমপ্লিট।


যে প্রডাক্ট গুলো আমি ব্যবহার করেছি,,,,,
1.mua eye primer
2.bh cosmetics 120 palette 2nd edition for red-brown.
3. eye ice 11 color palette for light banana.
4. jordana black kajal.
5.pearl fashion mascara.
6.eye ice eyeshadow for highlighter.

LIP,,:::
jordana lipstick shade 38.k

Friday, October 3, 2014

টোনারের উপকারিতা এবং আয়ুর টোনার ( রিভিউ )

২/১ বছর আগেও আমার স্কিন কেয়ার রুটিনে টোনার ছিল না।কিন্তু যেদিন থেকে টোনার ব্যাবহার করা শুরু করেছি সেদিন থেকে স্কিন এর তফাৎ বুঝতে পেরেছি।আজ আমি তোমাদের টোনার নিয়ে কিছু বলতে চাচ্ছি।

টোনার কি?: স্কিন কেয়ার রুটিন এর মধ্য টোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করার পরও মুখে তেল,ময়লা থেকে যায়।যা থেকে হতে পারে ব্রন,ব্লাকহেডস ইত্যাদি। টোনার এই সব তেল,ময়লা পরিষ্কার করে।স্কিন টোনিং করার পর তুলোতে ময়লা,তেল উঠে আসে।



আমি সবসময় আয়ুর ব্রান্ড এর টোনার ব্যবহার করি।
নরমাল/ড্রাই স্কিনের জন্য আছে নরমাল টোনার। যাতে Alcohol নেই। আর থাকলেও খুব ঈ অল্প।
অয়েলি স্কিনের জন্য রয়েছে Astringent টোনার। এতে অনেক পরিমানে Alcohol থাকে।যা স্কিনের অতিরিক্ত তেল শুষে নেয়। স্কিনের ধরন অনুযায়ী টোনার বাছাই করা উচিত।




ব্যবহারবিধি : ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর তুলোয় টোনার লাগিয়ে নিয়ে পুরো মুখে আস্তে আস্তে বুলিয়ে নিতে হবে।কখনও টোনার ঘষে ঘষে লাগাবেন না।টোনার শুকানোর পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন।

আয়ুর টোনার স্কিনের জন্য কেমন?: আয়ুর স্কিন টোনার একটি pH bananced হারবাল প্রডাক্ট। সব রকম স্কিনের জন্য আলাদা টোনার। এতে আছে আলোভেরা,রোজ ওয়াটার & ন্যাচারাল ময়শ্চারাইজার।স্কিন পোরের আকার কমিয়ে স্কিন টানটান করে তোলে।স্কিনটা ফ্রেশ দেখতে লাগে।

মূল্য: ১০০ ml. এর দাম ২৬০-২৮০ টাকা।

আলমাস, সপ্ন ইত্যাদি ছাড়াও বিভিন্ন সুপার শপ/বিউটি শপ এ পাবেন।

আজ এটুকু ই।পরবর্তী ব্লগ এ কথা হবে।
ভালো থাকবেন।k